কম্পিউটার মেমোরির প্রকারভেদ

সম্পূর্ণ চাকরির প্রস্তুতি খুবই গুরুতর এবং পরিকল্পনাযোগ্য চিন্তা। খুব গুরুত্বপূর্ণ অধ্যায় যা যেকোনো কাজের প্রস্তুতির জন্য প্রয়োজন। আপনি যদি আপনার চাকরির পরীক্ষায় ভাল নম্বর পেতে চান তবে অবশ্যই আপনাকে আপনার সম্পূর্ণ চাকরির প্রস্তুতি অন্তর্ভুক্ত করতে হবে।

এখানে আমরা আপনাকে কিছু কাজের প্রস্তুতি অধ্যয়ন দেওয়ার চেষ্টা করি। যা আপনাকে সম্পূর্ণ কাজের প্রস্তুতি নিতে সাহায্য করে। মনোযোগ সহকারে পড়ুন এবং কাজের প্রস্তুতির জন্য ভ্রমণ সম্পূর্ণ করুন।



কম্পিউটার মেমোরির প্রকারভেদ

কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত সকল মেমোরিকে চারটি ভাগে ভাগ করা হয়েছে -

১. প্রাইমারি মেমোরি

২. সেকেন্ডারি মেমোরি

৩. টারসিয়ারি মেমোরি

৪. অফ লাইন মেমোরি

তবে আলোচনার সুবিধার্থে মেমোরিকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয় ।

১. প্রাইমারি মেমোরি ।

২. সেকেন্ডারি মেমোরি বা স্টোরেজ ডিভাইস ।


কম্পিউটার মেমোরির প্রকারভেদ


১. প্রাইমারি মেমোরি (Primary Memory

প্রাইমারি মেমোরি বলতে সিপিইউর সাথে সরাসরি অ্যাকসেস সম্পন্ন মেমোরিকে বুঝানো হয়। বর্তমানে কম্পিউটারের মেমোরি বলতে প্রাইমারি মেমোরিকেই বুঝানো হয় । প্রাইমারি মেমোরি হিসেবে তিন ধরনের মেমোরি ব্যবহার করা হয়—

ক. প্রধান মেমোরি বা মুখ্য স্মৃতি

খ. সিপিইউর অন্তর্গত রেজিস্টার

গ. ক্যাশ মেমোরি


ক. প্রধান মেমোরি বা মুখ্য স্মৃতি

যে মেমোরির সাথে CPU'র অন্তর্গত ALU'র প্রত্যক্ষ অ্যাকসেস থাকে তাই প্রধান মেমোরি ।

সিপিইউ এর সাথে সরাসরি যুক্ত অভ্যন্তরীণ যে স্মৃতি চলমান প্রোগ্রাম, ডাটা, নির্দেশ হিসেবের ফলাফল ইত্যাদি সংরক্ষণ করে তাকে প্রধান স্মৃতি বলে । এটি অর্ধপরিবাহী পদার্থ দিয়ে তৈরি ডিভাইস। এর স্মৃতি রেজিস্টার এর মত দ্রুত নয় । এর দুটি ভাগ আছে - র‍্যাম ও রম। অত্যন্ত দ্রুত হিসাব করতে সক্ষম ALU'র সঙ্গে প্রত্যক্ষ অ্যাকসেস থাকায় এটি অত্যন্ত দ্রুত গতির হয়ে থাকে । ফলে প্রধান মেমোরির বিট খরচ অনেক বেশি। যেসব ডেটা ও নির্দেশ সর্বদা প্রয়োজন হয় তা প্রধান মেমোরিতে রাখা হয়। প্রোগ্রাম চলাকালীন সময়ে প্রয়োজনীয় বিভিন্ন তথ্য সেকেন্ডারি স্টোরেজ থেকে অস্থায়ীভাবে প্রধান মেমোরিতে রাখা। কাজ শেষে তাদের আবার সহায়ক মেমোরিতে ফিরিয়ে দেয়া হয়। প্রধান মেমোরির অ্যাকসেস সময় সাধারণত ৪-১০০ ন্যানোসেকেন্ড বা তার চেয়ে কম । এ মেমোরির অভ্যন্তরীণ কার্য জটিল এবং এটি তৈরির জন্য সূক্ষ্ণ ইলেকট্রনিক কৌশল ব্যবহৃত হয় ।

কম্পিউটারে ব্যবহারের জন্য নানা ধরনের প্রধান মেমোরির উদ্ভব ঘটেছে - যেমন : চৌম্বক কোর মেমোরি, পাতলা পর্দা মেমোরি, অর্ধপরিবাহী মেমোরি, চৌম্বক বাবল মেমোরি, চার্জ কাপলড মেমোরি, আলোক মেমোরি, সারফেস অ্যাকসেস মেমোরি। কম অ্যাকসেস সময়, বৃহৎ ডেটা ধারণ ক্ষমতাসহ ক্ষুদ্রাকার প্রধান মেমোরি তৈরি প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

প্রকারভেদ : প্রধান মেমোরি দু' ধরনের

1. RAM (Random Access Memory)

2. ROM (Read Only Memory)




ডেটা আদান-প্রদানের হার (rate) হিসাবে-নিকাশ অথবা ডেটা ও তথ্য পরিমাপের জন্য বিট (bit) একক হিসাবে ব্যবহৃত হয় । উল্লেখ্য যে, ডেটা কমিউনিকেশনে বিট পার সেকেন্ড (bit per second) বা bps দ্বারা বিট রেট বুঝানো হয় যা বর্তমানে বহুল ব্যবহৃত।

বাইট (Byte) :

1 কিলোবিট (Kb) = 103 বা 1024 (b) 1 মেগাবিট (Mb) = 100 বা 1024 (Kb) 1 গিগাবিট (Gb) = 10 বা 1024 (Mb) 1 টেরাবিট (Tb) = 1012 বা 1024 (Gb)

বাইট হলো বাইনারি পদ্ধতিতে তথ্য প্রকাশের মৌলিক একক। কম্পিউটারের স্মৃতিধারণ ক্ষমতা বাইটে প্রকাশ করা হয় । আটটি বিট নিয়ে একটি বাইট গঠিত । কম্পিউটারের বাইটের দ্বারা বর্ণ, অংশ এবং বিশেষ চিহ্নকে নির্দিষ্ট করা হয় । যেমন : ১০০০১০১০ হলো ১টি বাইট। বাইটকে ইংরেজি বড় হাতের অক্ষর ‘B’ দ্বারা প্রকাশ করা হয়।

ওয়ার্ড (Character) :

একটি অঙ্ক, বর্ণ, বিশেষ কোন চিহ্ন কিংবা ফাঁকা স্থানকেও কম্পিউটার বিজ্ঞানের পরিভাষায় ‘ক্যারেক্টার' বলা হয়। আর প্রত্যেকটি ক্যারেক্টারই হচ্ছে ৮ বিট বিশিষ্ট একেকটি বাইট । অর্থাৎ ১ Word = ৮ বিট = ১ বাইট ।


Full job preparation is very serious and plannable thinking. Very important lession which is need for any job preparation. If you want to get well mark in your job exam of course you have to include your full job preparation.

Here We  try to give you some job preparation study. Which is help you to take full job preparation. Read attentively and complete tour for job preparation.


নবীনতর পূর্বতন